ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ফেসপ্যাক | Toker ujjolota Biddhi korte Facepack
প্রাকৃতিক উপায়ে দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সবচাইতে সহজ এবং সহজলভ্য উপায়টি। সবচাইতে দারুণ ব্যাপার হচ্ছে এই প্রাকৃতিক ফেস প্যাকটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
যা যা লাগবে
– ১ টেবিল চামচ বেসন
– ১ চা চামচ শসা বাটা
– ১ টেবিল চামচ গাজর বাটা
– ১ চা চামচ মধু
– ১ চা চামচ দুধ
পদ্ধতি ও ব্যবহারবিধি
- – প্রথমেই শসা ও গাজর ভালো করে কুচিয়ে ছেঁচে নিন। এরপর সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে মসৃণ পেস্টের মতো তৈরি করে নিন।
- – প্রয়োজন অনুযায়ী উপকরণের পরিমাণ কম বেশী হতে পারে। আপনি নিজের মতো করে সমান অনুপাতে উপকরণ নিতে পারেন।
- – এরপর এই পেস্টটি ত্বকে লাগিয়ে নিন। শুধু মুখের ত্বকে নয় ঘাড়, গলা, হাত ও পায়ের ত্বকেও ব্যবহার করতে পারেন এই প্যাকটি।
- – ১৫ মিনিট এই প্যাকটি ত্বকে লাগিয়ে রিলাক্স করুন।
- – এরপর ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে নিন ভালো করে।
- – চাইলে একটি বরফের টুকরো নিয়ে ত্বক ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন এরপরে।
- – ত্বকের উজ্জ্বলতা নিজেই টের পাবেন এই প্যাকটি নিয়মিত ব্যবহারের পর।
The post ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ফেসপ্যাক | Toker ujjolota Biddhi korte Facepack appeared first on Apsarah.
from Apsarah http://ift.tt/2GJi3UQ
via IFTTT
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন