সানবার্ন ফেসিয়াল

গরমের এই দিনে ত্বকের সৌন্দর্য ধরে রাখা খুবই কষ্টের ব্যাপার। যখনই ঘরের বাইরে বের হতে হয়, তখনই রাজ্যের চিন্তা মাথায় এসে ভর করে। রোদে পুড়ে ত্বক কালো হয়ে যাওয়া বা সানবার্ন, ব্রণ বের হওয়া, র‌্যাশ ওঠা, ছোপ ছোপ কালো দাগ হওয়ার ভয় থাকে। এসময় তৈলাক্ত ত্বকে সানব্লক পাউডার আর শুষ্ক ত্বকে অবশ্যই সানব্লক ক্রিম লাগিয়ে বাইরে বের হতে হবে। এর পরও সানবার্নের শিকার হলে ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন ফেসিয়াল। সেজন্য-

সানবার্ন ফেসিয়াল

* সমপরিমাণে কাঁচা দুধ, লেবুর রস ও চন্দনের গুঁড়া একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মুখের ত্বকের পুরোটা  জুড়ে ম্যাসাজ করে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। পরে ধুয়ে ফেলতে হবে স্বাভাবিক ঠাণ্ডা পানিতে। এতে সানবার্ন উধাও হবে।

* ত্বকের যত্নে অপর একটি উপকারী প্যাক হচ্ছে অ্যালোভেরা জেল ও লেবুর রসের মিশ্রণ। উভয় উপকরণ ভালো করে মিশিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক উজ্জ্বল ও পোড়া দাগ দূর হবে। নিয়মিত যত্ন নিলে আপনি পাবেন দাগহীন কোমল মসৃণ ত্বক।

The post সানবার্ন ফেসিয়াল appeared first on Apsarah.



from Apsarah http://ift.tt/2poPB4u
via IFTTT

মন্তব্যসমূহ