ফেস এবং স্কিন হোয়াইটনিং প্যাক

মুখ এবং ত্বক কে মসৃণ ও দাগ মুক্ত রাখতে হলে অবশ্যই ত্বককে পরিষ্কার রাখতে হবে। ফেস এবং স্কিন ক্লিন রাখতে হলে ঘরোয়াভাবে আপনি এই অত্যন্ত কার্যকর হোয়াইটনিং প্যাক তৈরি করতে পারেন। বাইরের ধূলাবালি ভয়ংকরভাবে আমাদের ত্বককে ক্ষতিগ্রস্থ করে থাকে। এই জমে থাকা ময়লা শুধু সাবান বা ফেসওয়াস ব্যবহারে পুরোপুরি পরিষ্কার হয় না।
ত্বককে ক্লিন রাখতে হলে ফেস ক্লিনার হোয়াইট প্যাক ব্যবহার করতে হবে।

ফেস এবং স্কিন হোয়াইটনিং প্যাক

ফেস এবং স্কিন হোয়াইটনিং প্যাক-

এটি তৈরি করতে যা যা লাগবে—
১। আটা ৪ চা চামচ
২। মধু ২ চা চামচ
৩। দুধ ২ চা চামচ
৪। গোলানোর জন্য সামান্য পরিষ্কার পানি

যেভাবে তৈরি করবেন—
একটি পরিষ্কার পাত্রে আটা, মধু, দুধ সব একসাথে মিক্স করে প্যাক তৈরি করে নিতে হবে।
এই তৈরিকৃত প্যাকটি আপনি আপনার মুখে, হাতে, ঘাড়ে সকল স্থানে ব্যবহার করতে পারবেন। এই প্যাকটি ব্যবহার করার সময় যখন প্যাকটি হালকা শুকিয়ে আসবে তখন আপনার ত্বক ও হাত থেকে প্যাকটি আপনি ঘষে উঠাবেন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালভাবে প্যাকটি ধুয়ে ফেলবেন।

আশা করা যায় এই প্যাক ব্যবহারে আপনার ফেস হবে ক্লিন এন্ড গ্লোয়িং।

The post ফেস এবং স্কিন হোয়াইটনিং প্যাক appeared first on Apsarah.



from Apsarah http://ift.tt/2DMYGZ4
via IFTTT

মন্তব্যসমূহ